thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রাজধানী থেকে ৪ শিবির কর্মী আটক

২০১৩ ডিসেম্বর ২৬ ১৫:০৭:১১
রাজধানী থেকে ৪ শিবির কর্মী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রামপুরার পশ্চিম হাজীপাড়া এলাকা থেকে বুধবার রাতে শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে ৫৫নং ওয়ার্ড শিবিরের সভাপতি মোস্তফা কামাল ও সেক্রেটারি মুকুল হোসেনসহ আরো দুই শিবির কর্মী রয়েছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু শিবির নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে প্রথমে মোস্তফা কামালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিম হাজীপাড়া এলাকায় বাচ্চু মিয়ার বাসা থেকে অন্য তিনজনকে আটক করা হয়।

নাশকতায় জড়িত থাকার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

এসময় তাদের কাছ থেকে সরকারবিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও সংগঠনের অনেক কাগজপত্র পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/এনইউডি/এআইএম/এমডি/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর