thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

মাওয়া-কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজট

২০১৩ ডিসেম্বর ২৬ ১৭:৩৫:৫৭
মাওয়া-কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজট

মাদারীপুর সংবাদাতা : ১৮ দলীয় জোটের ডাকা ৮৩ ঘণ্টা অবরোধ শেষ হওয়ার দ্বিতীয় দিন বৃহস্পতিবার মাওয়া-কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ভোর থেকেই দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন মাওয়া-কাওড়াকান্দি ঘাটে অবস্থান করায় এ যানজট দেখা দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল বাতেন জানান, সকালের দিকে যাত্রীদের চাপ থাকায় যানজট একটু বেশি। এছাড়াও রাতে পদ্মা নদীতে হালকা কুয়াশা পড়ায় ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হওয়ায় এ যানজট দেখা দিয়েছে।

তিনি জানান, পরিবহনের সংখ্যা বাড়ায় বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসকেঅ/এআইএম/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর