thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সিলেটে ৭ ফটোসাংবাদিক সংবর্ধিত

২০১৩ ডিসেম্বর ২৬ ২০:৪২:২৮
সিলেটে ৭ ফটোসাংবাদিক সংবর্ধিত

সিলেট অফিস : জামায়াত-শিবিরের হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করায় সাত ফটোসাংবাদিককে সংবর্ধনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মেট্রাপলিটন পুলিশের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিতরা হলেন- প্রথম আলোর সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ, ইনকিলাবের আলোকচিত্রী মাহমুদ হোসেন, মাইটিভির চিত্রগ্রাহক শাহীন আহমদ, বাংলাভিশনের জয়নাল আহমদ, বৈশাখী টিভির শামীম হোসাইন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার আলোকচিত্রী নুরুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফোরের চিত্রগ্রাহক শফি আহমেদ।

সংবর্ধনা সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংবাদিকরা পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ জন্য পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এসএমপি কমিশনার।

এ সময় মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) এজাজ আহমদ, উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মুশফেকুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজে পুলিশের এ এস আই কামাল হোসেনকে বেধড়ক পিঠিয়ে আহত করে জামায়াত-শিবিরকর্মীরা।

পরে ফটোসাংবাদিকরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মানবিকতার দৃষ্টান্তস্বরূপ বৃহস্পতিবার পুলিশ উদ্ধারকারী সাত সাংবাদিককে সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএআর/নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর