thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

গাজীপুরে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

২০১৩ ডিসেম্বর ২৬ ২০:৫৩:০৪
গাজীপুরে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের ভোগড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পঞ্চমতলা থেকে নীচে পড়ে ফারুক হোসেন (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন সুরুজ মিয়া নামের অপর শ্রমিক।

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ক্যাপিটাল ডিজাইন নামের একটি কারখানার নির্মাণাধীন ভবনে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোগড়া এলাকায় দিলান কমপ্লেক্সের ক্যাপিটাল ডিজাইন কারখানার পঞ্চমতলায় নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে হঠাৎ দুই শ্রমিক নিচে পড়ে যায়। অপর শ্রমিকরা আহতাবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়ার পথে ফারুকের মৃত্যু হয়।

আহত শ্রমিক সুরুজ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/এমএআর/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর