thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জেএসসির ফলাফলের দিনেও ভোগান্তি!

২০১৩ ডিসেম্বর ২৬ ২২:২৮:০৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধ ও হরতালের কারণে পরীক্ষা নিয়ে ভোগান্তির পর এবার ফলাফল প্রকাশের দিনেও ভোগান্তির আশঙ্কা করছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, আগমী ২৯ ডিসেম্বর রবিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন ১৮ দলীয় জোটের 'মার্চ ফর ডেমোক্রেসি’ নামে লংমার্চ কর্মসূচি রয়েছে।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘অবরোধ ও হরতালের কারণে পরীক্ষা শেষ করা নিয়ে আমরা চরম ভোগান্তিতে পড়েছিলাম। এখন আবার ফলাফলের দিনেও বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়েছে। ফলে ওইদিন শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে নাও আসতে পারেন। কেউ আসতে পারুক আর না পারুক আমাদের তো আসতেই হবে। পরীক্ষার পর এবার ফলাফলের দিনেও আমাদের ভোগান্তি পোহাতে হবে।’

একই স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষা দেওয়া মো. মামুন বলেন, ‘পরীক্ষার ফলাফলের দিন আমাদের আনন্দটাই মাটি হয়ে যাবে। ওই দিন আমরা বাইরে বের হতে পারব না। সবাই একসঙ্গে স্কুলে গিয়ে ফলাফলও জানতে পারব না।’

বিএএফ শাহীন স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক মো. আল-আমিন সরকার দ্য রিপোর্টকে বলেন, ‘পরীক্ষার ফলাফলের দিন রাজনৈতিক কর্মসূচি থাকায় ওই দিন স্কুলে যাওয়া সম্ভব হবে না। অন্যভাবে ফলাফল জানা গেলেও ছেলে-মেয়েরা স্কুলে গিয়ে ফলাফল পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হবে।’

এর আগে শিক্ষা বোর্ডের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৪ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১৮ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের কারণে ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। এরপর জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হয় গত ২২ নভেম্বর। সব মিলিয়ে অবরোধ ও হরতালের কারণে জেএসসি ও জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর