thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বরিশালে সেনা মোতায়েন

২০১৩ ডিসেম্বর ২৬ ২২:৩২:৪৩
বরিশালে সেনা মোতায়েন

বরিশাল সংবাদদাতা : নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সেনাবাহিনী মোতায়েন হয়েছে বরিশালে। সন্ধ্যার পর তারা মাঠে নামেন। তবে তাদের দায়িত্ব কি হবে এবং কোথায়, কতজন থাকবেন- এ ব্যাপারে কিছু বলতে পারেননি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শহীদুল আলম।

সার্কিট হাউজে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বরিশালে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল জাহিদ কামালের উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা হয়েছে। সভায় সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল এবং সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়নি।

এদিকে সেনা মোতায়েন করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তিবোধ লক্ষ্য করা গেলেও ১৮ দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, এমনিতেই একর পর এক মামলা দেওয়ায় নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। তারা কর্মসূচি সফল করতে মাঠে নামতে পারছেন না। এখন সেনাবাহিনী আসায় উৎকণ্ঠায় নতুনমাত্রা যোগ হয়েছে। সন্ধ্যার পর থেকেই নগরীতে সেনাবাহিনী নেমেছে।

(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর