thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পুলিশের নজরদারিতে আবাসিক হোটেল

২০১৩ ডিসেম্বর ২৬ ২২:৩৭:৪৩
পুলিশের নজরদারিতে আবাসিক হোটেল

আহমদুল হাসান আসিক, দ্য রিপোর্ট : রাজধানীর হোটেলগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে হোটেল মালিকদের বেশকিছু নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

১৮ দলীয় জোটের ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা, অরাজকতা ও বিশৃঙ্খল পরিবেশ এড়াতেই এই সতর্কতা অবলম্বন করেছে ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে নির্দেশনার বিষয়ে বলা হয়েছে, চিকিৎসা, বিদেশ গমন, আদালতে হাজিরা, চাকরির ইন্টারভিউ ও জনগুরুত্বপূর্ণ বিষয়কে বিবেচনায় নিয়ে আবাসিক হোটেলে থাকার অনুমতি দিতে বলা হয়েছে।

এ সব বিবেচনার বাইরে কোনো ব্যক্তি যদি হোটেলে অবস্থান করার চেষ্টা করে তবে সংশ্লিষ্ট থানায় জানানোর জন্য বলা হয়েছে। থানা থেকে যদি অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে থাকতে পারবে বলে জানিয়েছে ডিএমপি।

কয়েকটি হোটেল ঘুরে জানা গেছে, অনেক হোটেলে এখনই আসন (সিট)পাওয়া যাচ্ছে না। রাজধানীর রামপুরা, মালিবাগ, শ্যামলী, ফকিরাপুল, মগবাজার ও মতিঝিল এলাকায় ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

ফকিরাপুলের হোটেল বকসীর ম্যানেজার নাসির উদ্দিন সরকার জানান, মূলত অবরোধের পর থেকেই হোটেলগুলোতে আসন সংকট দেখা দিয়েছে। অনেক লোক ব্যবসায়ী পরিচয়ে হোটেলে উঠছে। তবে তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না সেটা বলতে পারেননি তিনি।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে হোটেলে অবস্থানকারীদের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষেধাজ্ঞা নয়, কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

রামপুরার হোটেল হাসান ইন্টারন্যাশনালের ম্যানেজার মোঃ ওয়ালী উল্লাহ বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে হোটেলে লোক সমাগম কম ছিল। তবে এখন আশানুরূপ লোকজন আসছে। তবে তিনি ডিএমপির পক্ষ থেকে কোনো নির্দেশনা পাননি বলে জানান।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে তালিকা ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান চালানো হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, আবাসিক হোটেলগুলোতেও চালানো হতে পারে অভিযান।

ডিএমপির মুখপাত্র ও যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, সমাবেশকে কেন্দ্র করে নাশকতা হতে পারে এমন আশঙ্কা থেকে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। যে কোন ধরনের নাশকতা রোধে আমরা বদ্ধপরিকর।

আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা যদি জানতে পারি নাশকতার উদ্দেশ্যে কেউ হোটেলে অবস্থান করছে তবে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া সর্বক্ষণিক গোয়েন্দা নজরদারিও থাকবে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসবি/নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর