thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

কুমিল্লায় ইউএনও কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে আটক ৬

২০১৩ ডিসেম্বর ২৬ ২২:৪২:৫০
কুমিল্লায় ইউএনও কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে আটক ৬

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লাকসামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে সন্দেহজনকভাবে ৬ জনকে আটক করেছে পুলিশ।

উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় তাদেরকে আটক করা হয়। আটকদের নাম জানা যায়নি।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দ্য রিপোর্টকে জানান, বুধবার ভোর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলমের কার্যালয়ে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষের পেছনে জানালার কাঁচ ভেঙ্গে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষের ভিতরে থাকা ১টি ফ্যাক্স মেশিন, ২টি বড় চেয়ার, ১৫টি ছোট চেয়ার, একসেট সোফা, কম্পিউটার সামগ্রী, দরজা-জানালার পর্দা, ১টি বুক সেলফ, ১টি হ্যান্ডমাইক, বুক সেলফে থাকা আইন সংক্রান্ত বিভিন্ন বইসহ কাগজপত্র পুড়ে ভস্মীভূত হয়।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর