thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঠাকুরগাঁওয়ে ১৮ দলের বিক্ষোভ ও ভাংচুর, আটক ৪

২০১৩ ডিসেম্বর ২৬ ২২:৫৬:৪৬
ঠাকুরগাঁওয়ে ১৮ দলের বিক্ষোভ ও ভাংচুর, আটক ৪

ঠাকুরগাঁও সংবাদদাতা : দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, গ্রেফতারের প্রতিবাদে ও আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় এ মিছিল বের করা হয়। এ সময় গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান দ্য রিপোর্টকে জানান, গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা তিনটি ট্রাকসহ বেশ কিছু গাড়ি ভাংচুর করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে দিয়ে আবারও চৌরাস্তায় যায়। সে সময় তারা আলম পরিবহন নামে একটি নৈশকোচ ভাংচুর করে। পরে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর