thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আওয়ামী লীগের ইশতেহার

সুশাসন, গণতন্ত্রায়ন ও ক্ষমতার বিকেন্দ্রায়নের প্রাধান্য

২০১৩ ডিসেম্বর ২৬ ২৩:১৩:১২
সুশাসন, গণতন্ত্রায়ন ও ক্ষমতার বিকেন্দ্রায়নের প্রাধান্য

শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগান নিয়ে সুশাসন, গণতন্ত্রায়ন ও ক্ষমতার বিকেন্দ্রায়নকে প্রধান্য দিয়ে শনিবার ঘোষণা হতে যাচ্ছে আওয়ামী লীগের দশম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার।

সেই আঙ্গিকে নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারের অধিকাংশ বিষয়ে সফলতা অর্জিত হয়েছে বলে এবারের ইশতেহারে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে নবমের প্রধান বিষয়গুলোতে কোন কোন ক্ষেত্রে বেশি সাফল্য অর্জিত হয়েছে। তবে সুশাসনের বিষয়ে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে এবারের ইশতেহারে সুশাসনকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ৫টি বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়। দিন বদলের সনদ স্লোগান দিয়ে দ্রব্যমূল্য, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ ও জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা, দারিদ্র্য ঘুচাও বৈষম্য রুখো, সুশাসন প্রতিষ্ঠাকে প্রাধান্য দিয়ে ঘোষিত হয়েছিলো গত নির্বাচনী ইশতেহার।

এছাড়া মোটা দাগে যে সকল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে : শান্তি-স্থিতিশীলতা, সংবিধান ও সংসদ, জাতীয় ঐকমত্য, যুদ্ধাপরাধীদের বিচার, বিচার বিভাগ ও আইনের শাসন, নির্বাচন ব্যবস্থা, ক্ষমতার বিকেন্দ্রায়ন, স্থানীয় সরকার ও প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে জীবনযাত্রার মানোন্নয়ন, দ্রব্যমূল্য ও সামষ্টিক অর্থনীতি, শিল্পায়ন, বিদ্যুৎ ও জ্বালানি, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, কৃষি, খাদ্য, ভূমি ও পল্লী উন্নয়ন, শিক্ষা ও মানব উন্নয়ন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা, শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম, যোগাযোগ : সড়ক, রেলওয়ে, বিমান ও নৌ-পরিবহন, মাদকাসক্তি প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন : পরিবেশ ও পানিসম্পদ, শ্রমিক ও প্রবাসী কল্যাণ, নগরায়ন : পরিকল্পিত উন্নয়ন, গণমাধ্যম ও তথ্য অধিকার, জাতীয় সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি বিষয়ে আগের মতো নতুন পরিকল্পনা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রস্তাব করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এইউএ/এইচএসএম/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর