thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বাগেরহাটে আ.লীগের ২ নেতা বহিষ্কার

২০১৩ ডিসেম্বর ২৬ ২৩:৫৪:০৫
বাগেরহাটে আ.লীগের ২ নেতা বহিষ্কার

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

একই সঙ্গে এ দুই নেতার পক্ষে অবস্থানকারীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণে তথ্য সংগ্রহের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল রহিম খান ও মোড়েলগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আলী আকবারের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ তথ্য জানানো হয়।

প্রেস বিবৃতিতে বলা হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান এমপি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের (নৌকা প্রতীক) বিপরীতে মো. আব্দুর রহিম খান (আনারস প্রতীক) ও মনিরুল হক তালুকদার (টেবিল ঘড়ি প্রতীক) প্রার্থী হয়েছেন। ফলে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬-এর ঠ ধারা মতে সর্বসম্মতিক্রমে মো. আব্দুর রহিম খান ও মনিরুল হককে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধ আচরণ করে যে সব নেতাকর্মী আবদুল রহিম খান ও মনিরুল হকের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ড. এ কে আজাদ ফিরোজ টিপুকে আহ্বায়ক করে তিনসদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জেলা আওয়ামী লীগের কাছে দাখিল করতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর