thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

হামলায় পুলিশ নিহত : মেয়র বুলবুল-মিনুসহ আসামি ৪৮৭

২০১৩ ডিসেম্বর ২৭ ১০:৫২:৩২
হামলায় পুলিশ নিহত : মেয়র বুলবুল-মিনুসহ আসামি ৪৮৭

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা ও হত্যার ঘটনায় ১৮ দলের ৪৮৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে দুটি মামলা হয়েছে।

মামলায় রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন ও জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্তসহ ১৮ দলের শীর্ষ নেতাদের আসামী করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এসআই রফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখ করা ছাড়াও ৩ থেকে ৪শ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, আটক নেতাকর্মীদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ৩০ জনকে আটক করে পুলিশ। গভীর রাতে রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়ির সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। তবে, বেশ কিছু সময় সেখানে থাকার পর পুলিশ সদস্যরা ফিরে যায়।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এপি/ডিসেম্বর ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর