thereport24.com
ঢাকা, রবিবার, ১৩ জুলাই 25, ২৮ আষাঢ় ১৪৩২,  ১৭ মহররম 1447

৫৯ জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু

২০১৩ ডিসেম্বর ২৭ ১১:৪০:৫১
৫৯ জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু

দ্য রিপোর্ট প্রাতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বচনে ৫৯ জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট জেলার নির্বাচন কর্মকর্তা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ পাহারায় তা পাঠানো হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহজাহান খান বলেন- ৫৯ জেলায় আমরা ব্যালট পেপার পাঠাচ্ছি। রিটার্নিং অফিসারের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের নিরাপত্তায় এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে নির্বাচন কমিশন থেকে ৪-৫টি জেলার গাড়ি একসঙ্গে যাচ্ছে। র‌্যাব পুলিশ ও বিজিবির সদস্যদের কড়া পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই সংশ্লিষ্ট এলাকায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর