thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে আটক ১৩২

২০১৩ ডিসেম্বর ২৭ ১২:০৭:৪১
রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে আটক ১৩২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে যৌথবাহিনীর দ্বিতীয় দিনের অভিযানে বৃহস্পতিবার রাতে ১৩২ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে একটি রিভলবার, একাধিক বিস্ফোরক, গুলি ও দলীয় বিভিন্ন ব্যানার উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আটকদের মধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত মীর কাশেম আলীর ভাই মীর নাছির আলীও রয়েছে। তাকে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার বাসা থেকে আটক করা হয়েছে।

মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, মিরপুরের শাহ আলী, পল্লবী, দারুস সালাম, মিরপুর থানা এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ১৩২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসীও রয়েছে। হরতাল-অবরোধে ককটেল বিস্ফোরণকারী, নাশকতাকারীরাও আছে। এ ছাড়া নিয়মিত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আটক করা হয়েছে। আটকদের তথ্য যাচাই বাছাই চলছে। ভুলবশত কোনো নিরীহ নিরপরাধ ব্যক্তি আটক হয়ে যায় তবে তাদের ছেড়ে দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/ কেজেএন/এমডি/ লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর