thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

যশোরে পিকআপের ধাক্কায় আলমসাধুর চালক নিহত

২০১৩ ডিসেম্বর ২৭ ১২:৪৩:৪৭
যশোরে পিকআপের ধাক্কায় আলমসাধুর চালক নিহত

যশোর সংবাদদাতা : যশোর শহরের বিমান অফিস মোড়ে শুক্রবার সকালে পিকআপের ধাক্কায় আব্দুর রশিদ (৩৫) নামে এক আলমসাধু (ইঞ্জিনচালিত ভ্যান) চালক নিহত হয়েছেন।

নিহত আব্দুর রশিদ যশোর সদরের আফরা গ্রামের শেখরদার হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে রাস্তায় দাঁড়িয়ে আব্দুর রশিদ তার আলমসাধু মেরামত করছিলেন। ওই সময় পুলিশের রিকুইজিশন করা একটি পিকআপ পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি এমদাদুল হক শেখ দুর্ঘটনায় নিহতের বিষয়টি স্বীকার করেন। তবে গাড়িটি পুলিশের রিকুইজিশন করা কি না তা তিনি জানেন না বলে জানান।

(দ্য রিপোর্ট/জেএম/এআইএম/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর