thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

২০১৩ ডিসেম্বর ২৭ ১৩:৫৪:০৫
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

যশোর সংবাদদাতা : যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় ট্রাক ও নছিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১৪ বছরের এক মেয়ে শিশু ও ৫০ বছরের এক মহিলা রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আহত ১০ জনের মধ্যে ৮ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি ৮ জনের মধ্যে ৪ জন শিশু, ২ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছেন। সকলেই গুরুতর আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/জেএম/এফএস/ এমডি/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর