thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সহিংসতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান

২০১৩ ডিসেম্বর ২৭ ১৭:২৬:২৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : সহিংসতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে উন্নয়ন কর্মীদের প্লাটফর্ম।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনের দু’দফা সংক্ষিপ্ত সমাবেশে প্লাটফর্মের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

ঘোষিত ৭ দফার মধ্যে রয়েছে- সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সাম্প্রদায়িকতার অবসান ঘটাতে গণপ্রতিরোধ গড়ে তোলা, সকল যুদ্ধাপরাধীর বিচার ও শাস্তি কার্যকর করা, মৌলবাদী জঙ্গীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক পক্ষের সমঝোতার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া ও শাসন ব্যবস্থা নিশ্চিত করা, নারী, শিশু, দরিদ্র ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীসহ সকল প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা কৃষি শিল্প আমদানি– রফতানি ও সেবাখাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা।

সহিংসতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণতন্ত্র ও উন্নয়নের সপক্ষে জেগে ওঠো বাংলাদেশ এই স্লোগানে উন্নয়ন কর্মীদের প্লাটফর্ম এর পদযাত্রা শহীদ মিনার থেকে প্রেস ক্লাবে এসে শেষ হয়। দেশের বিভিন্ন স্থানের ৬০/৬৫টি বেসরকারি সংগঠনের কর্মকর্তা ও কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেয়।

বক্তব্য দেন ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী, অধিকার বাংলাদেশের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন। অবস্থানপত্র পাঠ করেন, বেসরকারি সংস্থা সিসিআরএল এর সদস্য সচিব মনিসা বিশ্বাস।

(দ্য রিপোর্ট/এম/এসবি/রাসেল/;ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর