thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৩

২০১৩ ডিসেম্বর ২৭ ২১:২৩:৩০
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৩

খুলনা সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে সন্ত্রাস ও নাশকতা দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। খুলনা জেলার নয়টি উপজেলায় বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার গোলাম রউফ খান বলেন, সোমবার রাত থেকে তারা সন্ত্রাস দমনে বিশেষ অভিযান শুরু করেছে। শুক্রবার পর্যন্ত জেলার নয়টি থানায় মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বটিয়াঘাটা থানায় আটজন, রূপসা থানায় তিনজন, ডুমুরিয়া, তেরখাদা, দাকোপ, দিঘলিয়া ও পাইকগাছা থানায় দুজন করে এবং কয়রা ও ফুলতলা থানায় একজন করে গ্রেফতার করা হয়েছে। এদের বেশির ভাগই বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি বলে ডিএসবি সূত্র জানায়।

ডুমুরিয়া প্রতিনিধি জানান, ডুমুরিয়া থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার খর্ণিয়া এলাকা থেকে কামাল ফকির নামের এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে। সে উপজেলার খর্ণিয়া গ্রামের নাজের ফকিরের পুত্র। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চুকনগর এলাকায় পুলিশের উপর হামলা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আওলাদ হোসেন জানান।

অন্যদিকে, দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগরীতে সেনা টহল অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবেন সেনা সদস্যরা। এ সময় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক সমূহে নিরাপদ যান চলাচল এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে রাখতে নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।

(দ্য রিপোর্ট/এটি/এমএআর/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর