thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ

২০১৩ ডিসেম্বর ২৮ ০৮:৩৩:১৫
রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। বাড়ছে শীতের তীব্রতা। বেশ কয়েকদিন থেকে রাত ও দিনের তাপমাত্রা ওঠানামা করছে। গত সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা ক্রমেই কমে মৃদ্যু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিনের বেলায়ও বেশ শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যা হতে না হতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাতের আকাশ। সকাল থেকেই আকাশ মেঘে আচ্ছন্ন থাকতে দেখা যায়। দিনের প্রথম দিকে দেখা মিলছে না সূর্যের।

সকাল থেকে আকাশে সূর্যের দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আড়াল থেকে কিছু সময়ের জন্য সূর্যের আলো অনুভূত হয়। আবার ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় নগরীর আকাশ। শনিবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা গত দিনগুলোর চেয়ে কিছুটা নিম্নমুখী। গত শুক্রবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক শূন্য ৩ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে দুর্ভোগ বেড়েছে উঁচু শ্রেণী থেকে ছিন্নমূল মানুষের।

এরই মধ্যে শীত মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছেন সাধারণ মানুষ। নগরীর ফুটপাত ও মার্কেটের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। গতবারের তুলনায় এবার শীতের কাপড়ের দাম বেশি। নগরীর অভিজাত শপিংমলগুলোতে এ কাপড়ের দাম প্রায় দ্বিগুণ। মানভেদে প্রতিটি শীতের কাপড়ের দাম বেড়েছে ৩০০ থেকে ১০০০ টাকা। তাই অধিকাংশ ক্রেতাই ঝুঁকছেন ফুটপাতগুলোর দিকে। এখান থেকেই সাধ এবং সাধ্যের মধ্যে শীত নিবারণের কাপড়টি বেছে নিচ্ছেন তারা।

রাজশাহী মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেট, গনকপাড়া, নিউমার্কেট, লক্ষ্মীপুর, রেলগেট, শালবাগান, তালাইমারী, রেলস্টেশন বাজার ঘুরে দেখা গেছে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড় কিনতে বিভিন্ন বিপণি বিতানে ভিড় করছেন ক্রেতারা। বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে গরিব ও নিম্নবিত্ত মানুষদের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়। বুধবার থেকে মার্কেটে ক্রেতাদের ভিড় আর বেড়েছে। কাঙ্ক্ষিত ক্রেতা পেয়ে সন্তুষ্ট বিক্রেতারা।

দোকানিরা বলছেন, টানা অবরোধ আর হরতালের কারণে মধ্য পৌষেও বেচাবিক্রি হয়নি। হরতাল ও অবরোধ থেমে যাওয়ায় ক্রেতাদের ভিড় অনেক বেড়েছে।

নগরীর গণকপাড় কাপড়পট্টির ফুটপাত ব্যবসায়ী মতি মিয়া বলেন, অবরোধ আর হরতালের কারণে অনেক দিনই দোকান খুলতে পারিনি। তিন দিন ধরে দোকানে মাল তুলেছি। শীত বেড়ে যাওয়ায় ক্রেতারাও ভিড় করছেন দোকানগুলোতে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ আশরাফুল আলম জানান, গত কিছুদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছে। গত বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ১০ দশমিক ০৩-এ নেমে এসেছে। ইতিমধ্যে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। জানুয়ারির প্রথমেই এ শৈত্যপ্রবাহ আরও বাড়বে। এর সঙ্গে নিম্নচাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকাল ৬টায় ৯৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৮৫ শতাংশ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর