thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

মাওয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

২০১৩ ডিসেম্বর ২৮ ১০:০৯:৪৯
মাওয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ সংবাদদাতা : পদ্মা অববাহিকায় ফের ঘনকুয়াশায় মাওয়া চরজানাজাত নৌরুটে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকেই ঘনকুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ে মাওয়া নৌরুট। এ সময় নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ৯টার পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

ঘনকুয়াশার মধ্যে মাঝ নদীতে তিন শতাধিক যাত্রীবাহী বাস, অন্যান্য যানবাহন ও পণ্যবাহী ট্রাকসহ নোঙরে থাকে চারটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি। একই অবস্থায় শুধু একটি ফেরি কাওড়াকান্দি ঘাটের পন্টুনে ভেড়ানো থাকলেও মাওয়া ঘাটে কোনো ফেরি ছিল না। এতে করে উভয় ঘাটে রাতে ও সকালে আসা যাত্রীবাহী প্রাইভেট কার, বাস, মাইক্রো ও মালবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। এ সময় প্রচণ্ড শৈত্যপ্রবাহের মধ্যে মাঝ নদীতে থাকা ফেরিযাত্রীসহ ফেরিঘাটে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। এদের মধ্যে জাপা মহাসচিব রহুল আমীন হাওলাদারের স্ত্রী রত্মা আমীন এমপিও মাঝ নদীতে আটকা পড়েন।

বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, রাত ৯টার পর থেকেই নৌরুটের পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকাজুড়ে ঘনকুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফলে নিরাপত্তাজনিত কারণে বাধ্য হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চালকেরা শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় ফেরি চালকেরা নৌরুটের এক ফুট দূরের দিক-মার্কা ও সিগন্যাল বিকন বাতি নির্ণয় করতে পারছিলেন না বলে মাঝ নদীতে ১৩টি এবং কাওড়াকান্দি ঘাটে একটি ফেরি ফুললোড অবস্থায় নোঙরে থাকে। এতে করে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ছয় শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন। শনিবার সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে নৌরুটে দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয় ।

(দ্য রিপোর্ট/জিএমএম/এএস/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর