thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৩ ডিসেম্বর ২৮ ১০:৫৪:৫৮
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- নওহাটার মহানন্দাখালীর আবুল কালাম আজাদের ছেলে সায়েম (১৪) ও একই এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে সুমি (২০)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ জানান, সকাল পৌনে ৮টার দিকে ভুগরইল এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তায় পাশে খাদে পড়ে যায়। এতে সায়েম ঘটনাস্থলেই মারা যান।

পরে গুরুতর আহতাবস্থায় সুমিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর