thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

‘মার্চ ফর সমঝোতায় দেশে শান্তি ফিরবো’

২০১৩ ডিসেম্বর ২৮ ১০:৫৯:৩২
‘মার্চ ফর সমঝোতায় দেশে শান্তি ফিরবো’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘মার্চ ফর ডেমোক্রেসি এটা আমাগো কি কামে লাগবো? আমাগো ব্যবসা তো লাটে উঠছে। মার্চ ফর সমঝোতা নিয়ে কাম করলে দেশে শান্তি ফিরবো। ব্যবসা কইরা দুই মুঠ ভাত খাইতে পারুম।’

শনিবার সকালে ক্রেতা না থাকায় পাশের ফলের দোকানদারকে উদ্দেশ্য করে এমন অভিমত ব্যক্ত করেন গবতলী বাস টার্মিনালের ফল ব্যবসায়ী চাঁন মিয়া।

তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘সকাল সাড়ে ৬টায় দোকান খুলেছি। এখনও একজন ক্রেতা আসেনি। আর আসবে কি করে, সব বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিন এ সময় হাজার টাকা বেচা-বিক্রি হয়। কিন্তু সকাল থেকে এখনও বওনি করতে পারিনি। এভাবে চলতে থাকলে না খেয়ে মরা লাগবে।’

তিনি আরো বলেন, ‘মহাজনের কাছ থেকে টাকা ধার করে ফলের ব্যবসা করি। কেনা-বেচা না হলে মহাজনকে কি দেবো, আর নিজে কি রাখবো। বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ ও আওয়ামী লীগের ‘মার্চ ঠেকাও’ কর্মসূচিতে আমাদের নাভিশ্বাস উঠেছে। দেশে মিলিটারি নামাই ভালো। তা হলে হরতাল-অবরোধ থাকবে না। ব্যবসা কইরা দুই মুঠ ভাত খাইতে পারুম।’

পাশের ফল ব্যবসায়ী শামীম বলেন, ‘সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত আমাদের ব্যবসার সময়। এ সময় গাবতলী টার্মিনালে অনেক বাসযাত্রী থাকে। ফলে বেচা-কেনা ভালো হয়। কিন্তু শনিবার সকাল থেকে টার্মিনালে বাস নেই, যাত্রীও নেই। যারা আসছেন, তারা আবার ফিরে যাচ্ছেন। সকাল থেকে এক কেজি আপেল বিক্রি করেছিলাম। খানিকবাদে ক্রেতা তা ফেরত দিতে আসে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসা লাটে উঠবে। চিন্তা করছি দুই-এক ঘণ্টা পর দোকান বন্ধ করে দিবো।’

তিনি আরো বলেন, ‘আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেত্রীর সমোঝতার কথা ভাবা উচিৎ।’

(দ্য রিপোর্ট/এনটি/এমসি/এমএআর/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর