thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

কুমিল্লায় দোকান মালিকদের ধর্মঘট

২০১৩ ডিসেম্বর ২৮ ১১:৪১:২২
কুমিল্লায় দোকান মালিকদের ধর্মঘট

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সব ধরনের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

নগরীর কান্দিরপাড়ার ফাইন্ড টাওয়ারে দোকান মালিক সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি সভায় শনিবার সকাল ৬টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। রবিবার আতিক উল্লাহ খোকনকে জামিন দেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখারও সিদ্ধান্ত নেন দোকান মালিক সমিতি ফেডারেশনের নেতারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১১ কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে ৮ বোতল ভারতীয় মাদক আইকনসহ আতিক উল্লাহ খোকনকে গ্রেফতার করে। পরে আতিক উল্লাহ খোকনকে সকাল ৬টার দিকে কুমিল্লা কোতোয়ালি থানায় সোপর্দ করে র‌্যাব।

সকাল ১১টায় পুলিশ আতিক উল্লাহ খোকনকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর