thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নারায়ণগঞ্জে বাস-ট্রেন চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ

২০১৩ ডিসেম্বর ২৮ ১৫:২৮:৪০
নারায়ণগঞ্জে বাস-ট্রেন চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা : বিএনপির গণতন্ত্রের জন্য অভিযাত্রাকে সামনে রেখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটের হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। তবে নারায়ণগঞ্জে লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শনিবার সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা নারায়ণগঞ্জ বাস টার্মিনালে এসে দেখেন কোনো রুটেই বাস চলছে না। এমনকি নারায়ণগঞ্জের অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে তিনগুণ ভাড়া বেশি দিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। কেউ কেউ পরিবহন না পেয়ে সড়কের উপর বসেই বাসের জন্য অপেক্ষা করছেন।

এদিকে সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর আর কোনো ট্রেন চলাচল করেনি। তারপরও ট্রেনের অপেক্ষায় বহু যাত্রীকে প্লাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্ট্রেশন মাস্টার গোলাম মোস্তফা দ্য রিপোর্টকে জানান, ঢাকা থেকে কোনো ট্রেন না আসায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে বন্ধন পরিবহন লিমিটেডের সভাপতি মোহম্মদ হাসানুর রহমান দ্য রিপোর্টকে জানান, বিরোধী দলের কর্মসূচির কারণে নিরাপত্তার জন্যই তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।

(দ্য রিপোর্ট/এআর/এএস/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর