thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

চকবাজার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২৮ ১৯:১৬:১৪
চকবাজার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চকবাজার থানার বালুরমাঠ এলাকার একটি বাসা থেকে বেল্লাল হোসেন (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বালুরমাঠের ৩১/৬ নম্বর বাসা থেকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত বেল্লালের গ্রামের বাড়ি শরিয়তপুরের ডামুড্ডা থানায়।

এ বিষয়ে চকবাজার থানার উপ-পরিদর্শক মানিক শাহ দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেল্লাল বালুরমাঠের ৩১/৬ নম্বর বাসার দ্বিতীয়তলায় ভাড়া থাকতো। বাসায় তার খাটের উপর থেকে চিৎ অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের শরীরে রক্তের দাগ ছিল।

মৃতদেহ উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর