thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

গণতন্ত্রের অভিযাত্রায় যাননি সিলেট বিএনপির নেতারা

২০১৩ ডিসেম্বর ২৮ ২১:০৩:২৯
গণতন্ত্রের অভিযাত্রায় যাননি সিলেট বিএনপির নেতারা

সিলেট অফিস : নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা এড়িয়ে ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় ঢাকায় পৌছেছেন সিলেট বিএনপির অধিকাংশ কর্মীরা।কিন্তু যারা রাজপথে আন্দোলনের ‘খেই’ তুলবেন তারা ঢাকায় যাননি। বসে আছেন বাসা-বাড়িতে।নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট বিএনপির এক সিনিয়র নেতা এ তথ্য দ্য রিপোর্টের কাছে নিশ্চিত করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী দলের চেয়ারপার্সনের ঘোষিত কর্মসূচিতে দেননি। এ নিয়ে সিলেট বিএনপিতে তোলপাড় চলছে।

অন্যান্য পদধারী নেতারা প্রথমে সড়কপথে ঢাকা যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এতে তারা বাধা পেয়ে ঢাকায় পাড়ি জমান আকাশ পথে। দুইদিন ধরে সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা নানা প্রতিবন্ধকতা এড়িয়ে ঢাকার কর্মসূচিতে যোগ দিয়েছেন। কিন্তু সিনিয়র ৫ নেতা ঢাকামুখী না হওয়ায় নানা গুঞ্জন চলছে।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর দুটি মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফফার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ ঢাকায় যাননি স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, সব দিকে অবরোধ কীভাবে যাবো। তবুও চেষ্টা করছি যাওয়ার।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর