thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বান্দরবানে ৬ মিয়ানমার নাগরিককে পুশব্যাক

২০১৩ ডিসেম্বর ২৮ ২৩:০৮:২৪
বান্দরবানে ৬ মিয়ানমার নাগরিককে পুশব্যাক

বান্দরবান সংবাদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

জেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ৪৩ নাম্বার সীমান্ত পিলার দিয়ে শনিবার সন্ধ্যায় আটক মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বিজিবি ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান দ্য রিপোর্টকে জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে শনিবার দুপুরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৬ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও খাবার সামগ্রীসহ তাদের সন্ধ্যায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

চলতি মাসে জেলার ঘুমধুম-তুমব্রু সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৫৭ মিয়ানমার নাগরিককে আটক করে পুনরায় ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর