thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

২০১৩ ডিসেম্বর ২৯ ১০:০১:৩৪
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের সালনায় বাসের সঙ্গে সিএনজি বেবিট্যাক্সির সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বেবিট্যাক্সির যাত্রী জ্যোৎস্না বেগম (১৮), তার শিশুপুত্র রাফিজ (৫) ও অপর যাত্রী উজ্জল (২৮)। এতে আহত হয়েছেন বেবিট্যাক্সির আরও তিন যাত্রী।

আহতরা হলেন- হাবিবুর রহমান, এমদাদুল হক ও জহিরুল ইসলাম। জ্যোৎস্নার স্বামী গুরুতর আহত হাবিবুর রহমানকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে গাজীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করেছে।

গাজীপুরের নাওজোড় হাইওয়ের সার্জেন্ট ইকবাল হোসেন দ্য রিপোর্টকে জানান, একই পরিবারের তিনজনসহ সিএনজিচালিত একটি বেবিট্যাক্সি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অটোটি সকাল সোয়া ৮টার দিকে সালনা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ভারী যান চাপা দিলে বেবিট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। ঘনকুয়াশার মধ্যে এবং বেপরোয়া চালানোর ফলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তপন কান্তি সরকার জানান, হাসপাতালে নেওয়ার পর মা ও শিশুপুত্রসহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমানকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এএস/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর