thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সদরঘাটে যুবলীগের সমাবেশ

২০১৩ ডিসেম্বর ২৯ ১১:৩৭:০৫
সদরঘাটে যুবলীগের সমাবেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির বিপরীতে সদরঘাটের সামনে সমাবেশ শুরু করেছে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী যুবলীগ। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সদরঘাটের সামনে সমবেত হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপি ও জামায়াতকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার মাসুদ, শাজাহান ভূঁইয়া মাখন, বিপুল ঘোষ শংকর, ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান প্রমুখ।

সমাবেশে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনি যে কর্মসূচি দিয়েছেন এ দেশের মানুষ তা বার বার ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

বক্তারা বলেন, রবিবার সকাল থেকে রাতভর যুবলীগের কর্মীরা রাজপথ পাহারা দেবে। যদি বিএনপি-জামায়াতের কোন কর্মী রাজপথে নামে তবে তারা ঘরে ফিরে যাবে না।

(দ্য রিপোর্ট/এএইচএস/এমএআর/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর