thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘দোকান বন্ধ করে গ্রামে গিয়ে ভোট দে’

২০১৩ ডিসেম্বর ২৯ ১১:৫৯:১৩
‘দোকান বন্ধ করে গ্রামে গিয়ে ভোট দে’

কাওসার আজম ও নিজাম উদ্দিন দিপু, দ্য রিপোর্ট : ‘ওই ব্যাটা তোকে না বলেছি দোকান বন্ধ করতে..। দোকান বন্ধ করে গ্রামে যা। গ্রামে গিয়ে ভোট দে।’

১৮ দলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির দিন রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ের ফুটপাতে মোবাইল ফ্ল্যাক্সি লোডের দোকানী রফিককে কথাগুলো বলেন পুলিশের এক কর্মকর্তা।

রফিক জানায়, ‘ভাই কী করমু, গ্রামেই চইলা যামু। ভোট আর কারে দিমু, বিরোধী দল তো আর নাই। ঢাকায় থাকলে হয় না খেয়ে মরতে অইবো, নইলে পুলিশের গুলিতে মরতে অইবো।’ এছাড়া বিরোধী দল যেভাবে বোমাবাজি করে কোন দিন না জানি আমার গায়েও একটা পইরা যায়।’

পাশে বসে থাকা এক ডেইলি পত্রিকা বিক্রেতা আমিন মিয়া এ সময় মিডিয়াকে দোষারোপ করে বলেন, ‘আপনাদের লগেই (জন্যই) তো এ অবস্থা। আপনারা যদি সত্য কথা লিখতেন তাহলে কি এ সরকার থাহে? কবেই নাইমা যায়।’

রাজধানীর মালিবাগ মোড়ে সকাল ৯টার দিকে হোসাফ টাওয়ারের নিচে একটি চা স্টলে চা পান করছিলেন কয়েকজন। আচমকা ১২-১৫ জনের একদল পুলিশ সদস্য এসেই ওই চা দোকানীকে বললেন ‘ওই ব্যাটা তোকে কখন বলা হয়েছে, দোকান বন্ধ করতে।এখনও তু্ই খুলে রাখছিস…।পিঠের ওপর দু’একটা না পড়লে তোদের লজ্জা হবে না।’

পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা এক পর্যায়ে এ প্রতিবেদকেরও পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর তিনি বলেন, ‘আপনি ভেতরে কোথাও চলে যান।এখান থাইকেন না।’ এরপর ওই দোকানীকে আবারও বললেন, ‘এখনই চেয়ার টেবিল ভেতরে রেখে বন্ধ করে দে।’ বলেই চলে গেলেন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।

চা দোকানী এক মুহূর্ত আর দেরি করলেন না। বেঞ্চ-টেবিল গুটিয়ে ভেতরে রেখে দোকান বন্ধ করে দিলেন।

সাম্প্রতিক সময়ে বিরোধী দলের হরতাল-অবরোধে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানবাহন চলাচল ও দোকান পাট খুলতে সহযোগিতা দিয়েছেন। কিন্তু আজকে তার উল্টো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় একসঙ্গে তিনজনকে দাঁড়াতেই দিচ্ছে না। যানবাহনে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। বন্ধ করতে চাপ দিচ্ছে দোকানপাটও।এমনকি সাংবাদিকদের গাড়ি তল্লাশি এবং আইডি কার্ড চেক করছে।

এমনই মুহূর্তে সকাল পৌনে ১০টারে দিকে শান্তিনগর মোড় থেকে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ২৫-৩০ জন নেতাকর্মী মিছিল নিয়ে কাকরাইল কর্ণফুলি মার্কেটের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সকাল ১১টার দিকে তারা আবারও ‘জয় বাংলা, একটা দুইটা শিবির ধর ধইরা ধরই জবাই কর’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে শান্তিনগর মোড়ের দিকে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল নির্বিকার।

এ ব্যাপারে পুলিশের রমনা জোনের ডিসি মারুফ হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘দোকানপাট বন্ধের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ দোকানপাট বন্ধ করতে বলেছে কিনা সে তথ্য আমার কাছে নেই।’

(দ্য রিপোর্ট/কেএ/এনইউডি/এনডিএস/ডিসেম্বর ২৯,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর