thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

টিভি পর্দার দিকে বিনিয়োগকারীদের মনোযোগ বেশি

২০১৩ ডিসেম্বর ২৯ ১৪:১২:৪৮
টিভি পর্দার দিকে বিনিয়োগকারীদের মনোযোগ বেশি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিরোধী দলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি এবং তা প্রতিহত করতে সরকারের বিপরীতমুখী অবস্থান উত্তেজনা সৃষ্টি করেছে বিভিন্ন হাউজেও। লেনদেনে অংশ নেওয়ার পরিবর্তে বিনিয়োগকারীরা সর্বশেষ খবর জানতে টিভি পর্দার দিকে অধিক মনোযোগ দিয়েছেন। পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বিগ্ন তারা।

বিভিন্ন হাউজ ঘুরে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, অধিকাংশ বিনিয়োগকারী লেনদেনের পরিবর্তে টিভি পর্দায় মনোযোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনা পর্যবেক্ষণ করছেন। অনেকে উত্তেজিত হয়ে উঠছেন সরকারের দমন পিড়নের খরব শুনে। অপরদিকে, অনেকে সরকারের পক্ষ নিয়েও কথা বলছেন। এতে করে বিনিয়োগকারীদের অনেকে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ছেন। ফলে তারা লেনদেনে মনোযোগ দিতে পারছেন না।

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ব্যাহত করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে যৌথবাহিনীর তল্লাশি চৌকি। ফলে সাধারণ মানুষকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে নানাভাবে হেনস্তা হতে হচ্ছে। বিনিয়োগকারীরা এ ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে হাউজ কর্তৃপক্ষের কাছে পরিচয় পত্র দাবি করেছেন বলে জানা গেছে।

জেকেসি, জিকিউ, আইল্যান্ড, সোনালী ইনভেস্টমেন্টসহ বেশ কয়েকটি সিকিউরিটিজ হাউজ ঘুরে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, রবিবার দূর পাল্লার পাশাপাশি স্থানীয় রোডের বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকায় বিনিয়োগকারীরা হাউজে উপস্থিত হতে পারেননি। যারা বাধা উপেক্ষা করে হাউজে উপস্থিত হয়েছেন তাদের সংখ্যা অনেক কম। অনেক হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি নেই বললেই চলে। উপস্থিত বিনিয়োগকারীরা লেনদেনের পরিবর্তে রাজনৈতিক অস্থিরতার খবর নিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

বিনিয়োগকারী মামুন, মেহেদি, রাসেল, সুজনসহ আরো অনেকে দ্য রিপোর্টকে জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্য পর্যায়ে মোড় নিয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গণে। আজকের পর পরিস্থিতি কোন দিকে মোড় নিবে তার প্রভাব পড়বে পুঁজিবাজারেও। তাই আজকে অনেকে লেনদেনের পরিবর্তে রাজনৈতিক খবরা খবর নিচ্ছেন বেশি।

আইল্যান্ড সিকিউরিটিজের মতিঝিল শাখার ইনচার্জ নাজমুল হুদা জানান, বিগত কয়েক দিন ধরেই বিনিয়োগকারীরা আজকের পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন। আজ বিনিয়োগকারীদের উপস্থিতি কম। যারা উপস্থিত হয়েছেন তারা টিভিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির খবরা খবর নিচ্ছেন। অন্যদিনের চেয়ে আজ লেনদেনে কম অংশ নিচ্ছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, অন্য দিনের তুলনায় বিনিয়োগকারীরা আজ রাজনৈতিক খবরা খবর বেশি নিচ্ছেন। কম্পিউটারের মনিটরের চেয়ে টিভি পর্দার দিকে তাদের মনোযোগ বেশি দেখা গেছে।

(দ্য রিপোর্ট/এইচকে/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর