thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৬০

২০১৩ ডিসেম্বর ২৯ ১৪:১৮:৩৪
রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৬০

রংপুর সংবাদদাতা : পুলিশের উপর ককটেল নিক্ষেপের ঘটনায় রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে রংপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা ও ৫ পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্যে রাবার বুলেট বিদ্ধ পুলিশ কনস্টেবল জিয়াউলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- মাই টিভির রাজু আহম্মেদ ও স্থানীয় দৈনিক পরিবেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মমিনুল ইসলাম রিপন। এদের মধ্যে রাজু আহম্মেদকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ সময় নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশা, মাইক্রোবাস, কার, মোটরসাইকেলসহ ৩০টি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত অন্যদের নাম জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদলের সদর উপজেলা সভাপতি ভাস্করসহ ১০ জনকে আটক করেছে। দুপুরে পৌনে ২টা থেকে আড়াইটা পর্যন্ত চলা সংঘর্ষে নগরীর পায়রা চত্বর থেকে সিটি বাজার চত্বর পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রাণভয়ে পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকে। প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দুপুর পৌনে ২টায় সুপার মার্কেট এলাকায় পৌঁছলে যুবদলের সদর উপজেলা সভাপতি ভাস্কর কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফাকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেল দুটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আহত হন ওসি নিজে। এরপর পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। শুরু হয় উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। এক পর্যায়ে সংঘর্ষে ছড়িয়ে পড়ে জুম্মাপাড়া, সিটি বাজার, সুপার মার্কেট, বেতপট্টি ও পায়রা চত্বর এলাকায়। সংঘর্ষ থামাতে পুলিশ ব্যাপক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আটক করা হয় কারমাইকেল কলেজ ছাত্রনেতা মিম, শহর ছাত্রদলের সহ-সভাপতি আহসানুল কবির পাপ্পুসহ ১০ জনকে।

দুপুর পৌনে ২টা থেকে আড়াইটা পর্যন্ত চলা সংঘর্ষে নগরীর এক কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় দোকানপাট। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। নগরীতে থমথমে অবস্থা বিরাজ রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএসপি হুমায়ুন কবির দ্য রিপোর্টকে জানান, বিএনপির মিছিল থেকে বিনা কারণে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ বাধ্য হয়ে তাদের উপর লাঠিচার্জ করে। নগরীর পরিস্থিতি শান্ত রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ বিনাকারণে তাদের শান্তিপূর্ণ মিছিলে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরই/এএস/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর