thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২০১৩ ডিসেম্বর ২৯ ১৪:২৫:০৬
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রুপগঞ্জে মিজানুর রহমান (৩২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। উপজেলার কাঞ্চন পৌরসভার চান টেক্সটাইল এলাকায় রবিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশিয়ান মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মিজানুর রহমান মারা যান। অটোরিকশা চালকসহ মারাত্মক আহত হন আরো ৩ জন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয়দিকে যানজটের সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রুপগঞ্জ থানার এস আই হাফিজুর রহমার দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/এফএস/এমসি/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর