thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নাটোরের সিংড়ায় সোমবার অর্ধদিবস হরতাল

২০১৩ ডিসেম্বর ২৯ ১৪:৪৫:৪২
নাটোরের সিংড়ায় সোমবার অর্ধদিবস হরতাল

নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় সোমবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে থানা ১৮ দল। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও মার্চ ফর ডেমোক্রেসি অভিযাত্রায় বাধা দেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। রবিবার দুপুরে ১৮ দলের পক্ষ থেকে থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এ ঘোষণা দেন।

আবুল কালাম আজাদ দ্য রিপোর্টকে জানান, মার্চ ফর ডেমোক্রেসিকে বাধাগ্রস্ত করতে যৌথবাহিনী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও সিংড়া পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম জুইসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে। এর প্রতিবাদে সিংড়া উপজেলায় সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর