thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

খাগড়াছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ১৫

২০১৩ ডিসেম্বর ২৯ ১৪:৫২:০৬
খাগড়াছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ১৫

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার দীঘিনালা ও পানছড়িতে সেনা ও পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক ও ম্যাকজিন উদ্ধার করা হয়। এ সময় ১৫ জনকে আটক করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে অস্ত্র উদ্ধার ও ১৫ জনকে আটক করা হয়।

দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে দীঘিনালা উপজেলার চোংরাছড়ি আর্মি ক্যাম্প এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১টি চায়না পিস্তল, ২টি ম্যাগজিন ও ১টি তাজা গুলি উদ্ধার করা হয়।

আটকরা মোটরসাইকেলে করে খাগড়াছড়ি থেকে দীঘিনালা দাঙ্গা বাজার এলাকায় যাচ্ছিল বলেও জানান তিনি।

আটকরা হচ্ছেন, খাগড়াছড়ির মধুপুর এলাকার মৃত সুভাষ কান্তি চাকমার ছেলে টুংগু মনি চাকমা (৩৩) ও একই এলাকার শিখি দাশ বাবুর ছেলে তাপস খীসা (২৫)।

তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী বলে জানা গেছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন টিটু দ্য রিপোর্টকে জানান, আটকদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অপরদিকে শনিবার রাতভর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। এ সময় জেলার পানছড়ি থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন দ্য রিপোর্টকে জানান, আটকদের সবাই ওয়ারেন্টভুক্ত আসামি।

(দ্য রিপোর্ট/এইচএমপি/এফএস/এএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর