thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ক্ষমতা না ছাড়া পর্যন্ত আন্দোলন : ওসমান

২০১৩ ডিসেম্বর ২৯ ১৬:০১:৩৯
ক্ষমতা না ছাড়া পর্যন্ত আন্দোলন : ওসমান

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘এই জালিম সরকার যতদিন ক্ষমতা না ছাড়বে ততদিন আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে’ বলে জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক।

তিনি দাবি করেন, পুলিশ বিনা কারণে আমাদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান থেকে রঙিন পানি ছোড়ে। এতে আমাদের অনেকে আহত হন।

তিনি আরো জানান, সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এর আগে, রবিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের বার কাউন্সিল চত্বরে জড়ো হন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের সঙ্গে যোগ দেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, খন্দকার মাহবুব হোসেনসহ সিনিয়র নেতারা।

তারা এক পর্যায়ে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং ফটকে তালা মেরে দেয়।

আইনজীবীরা গেট ভেঙ্গে বাইরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান থেকে রঙিন পানি ছোড়ে। এ সময় আহত হন এক মহিলা আইনজীবী।

(দ্য রিপোর্ট/ডি/এমএআর/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর