thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

রাজধানীতে ককটেল বিস্ফোরণে ছাত্রসহ আহত ২

২০১৩ ডিসেম্বর ২৯ ১৭:০৯:৪০
রাজধানীতে ককটেল বিস্ফোরণে ছাত্রসহ আহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় ককটেল বিস্ফোরণে ছাত্রসহ দুইজন আহত হয়েছে।

রাজধানীর বংশালে মঈন আলী সাদ (১০) নামে এক স্কুল ছাত্র ককটেল বিস্ফোরণে আহত হয়েছে। সাদ বংশাল মিল্লাত উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। রবিবার দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে।

সাদের বাবা লিয়াকত আলী জানান, বংশালে ১৭৮/২ নং বাসার চতুর্থতলায় তারা থাকেন। সাদ জানালার কাছে বসে খেলা করছিলেন। এ সময় বাড়ির পাশের রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে জানালার কাচে ভেঙে সাদের ডানগালে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়।

এদিকে, রাজধানীর নবাবপুর রোডে মো. সুমন (২৫) নামে এক যুবক আহত হন। আহত সুমন জানান, তিনি জিএক্স ফ্যাক্টরিতে কাজ করেন। দুপুরে ফ্যাক্টরির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় তিনি ফ্যাক্টরির সামনে আসলে ককটেলের স্লিন্টার তার ঘাড়ের বাম পাশে বিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/জেএম/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর