thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় সাংবাদিক নিহত

২০১৩ ডিসেম্বর ২৯ ১৭:৪৮:৫৯
লক্ষ্মীপুরে পিকআপ চাপায় সাংবাদিক নিহত

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে রবিবার দুপুরে পিকআপের চাপায় স্থানীয় সাংবাদিক মো. জাকির হোসেন (৩৮) নিহত হয়েছেন। তিনি নোয়াখালী থেকে প্রকাশিত দৈনিক জাতীয় নূরের বার্তা সম্পাদক ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর গ্রামের মাস্টার আবদুল হাইয়ের সন্তান।

ওই ঘটনায় ঘাতক পিকআপ চালকের এক সহকারীকে জনতা আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুপুরে চন্দ্রগঞ্জ বাজরের আফজাল রোড নামক স্থানে রাস্তার পাশে পার্কিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন সাংবাদিক জাকির হোসেন। এ সময় দ্রুত গতির একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে পিকআপ চালকের এক সহকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে চালক পালিয়ে যায়।

নিহত সাংবাদিক জাকির হোসেনের ১০ ও ৭ বছর বয়সের দুই ছেলে আছে।

সাংবাদিক জাকিরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলার সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ ও জহির হোসেনসহ নোয়াখালী ও লক্ষ্মীপুরের সংবাদকর্মীরা বিবৃতি দিয়েছেন। তারা ঘাতক চালককে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাশেম জানান, পিকআপ ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।

অন্যদিকে, সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে ৫০ বছরের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএনইউ/এমএআর/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর