thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বাঁশখালীর ইউএনও-কে প্রত্যাহার করছে ইসি

২০১৩ ডিসেম্বর ২৯ ২০:১২:১৫
বাঁশখালীর ইউএনও-কে প্রত্যাহার করছে ইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভোটের এক সপ্তাহ আগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালকে প্রত্যাহার করার আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অনুরোধের কারণে এ সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইসি।

ইসির একজন জ্যেষ্ঠ সহকারী সচিব বলেন, ওই কর্মকর্তার বদলির প্রস্তাব করেছে ইসি।

রবিবার বিভাগীয় কমিশনারকে ইসি একটি নির্দেশনা দিয়ে চিঠি পাঠায়। এ নির্দেশনার চিঠিতে বলা হয়, বাঁশখালী ইউএনও-কে প্রত্যাহার করে তার স্থলে ফেনীর পরশুরামের ইউএনও আরিফ আহমেদকে বদলি বা পদায়ন করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, শাব্বির ইকবালকে প্রত্যাহার করে কোথায় পদায়ন বা বদলি করা হবে সে বিষয়ে বিভাগীয় কমিশনারের কোনো প্রস্তাব ছিল না কমিশনারের সুপারিশে।

ফেব্রুয়ারি মাসে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর বাঁশখালীর ওই এলাকাসহ দক্ষিণ চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালায় জামায়াত-শিবির।

ওই সময় শিবিরকর্মীরা বাঁশখালী থানা অবরোধ করে, ইউএনও কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয়, সহকারী জজের আদালতেও হামলা চালায়। এ ঘটনা তদন্তের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাও সংশ্লিষ্ট ছিলেন।

ইউএনও-কে প্রত্যাহার/বদলির বিষয়ে ওই ঘটনার তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট কোনো বিষয় ইসির কাছে উল্লেখ করা হয়নি বলে জানান ইসি কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/নূরুল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর