thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘সুপ্রিম কোর্টে হামলা নজিরবিহীন’

২০১৩ ডিসেম্বর ২৯ ২১:৩৬:০২
‘সুপ্রিম কোর্টে হামলা নজিরবিহীন’

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : গণফোরাম সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘সুপ্রিম কোর্টে সরকার সমর্থকরা যেভাবে হামলা করেছে তা নজিরবিহীন। কোনো সভ্য সমাজে এটি কল্পনাও করা যায় না। পুলিশের প্রহরায় সরকার সমর্থকরা যেভাবে এ হামলা করলো তা বিস্ময়কর। আমি স্তম্ভিত।’

থাইল্যান্ড থেকে টেলিফোনে রবিবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। বর্তমানে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ‘এভাবে জোর জবরদস্তি করে নির্বাচন হয় না। সুশীল সমাজসহ সবাই এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। আমরাও গণফোরামের পক্ষ থেকে এই নির্বাচন বাতিল করার দাবি জানাচ্ছি।’

ড. কামাল বলেন, ‘বিরোধীদলগুলোকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব এই নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা পর্যবেক্ষকও পাঠাচ্ছে না। তাই নির্বাচন এখন একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়।’

বাংলাদেশের সংবিধানের প্রণেতা আরো বলেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। সরকার প্রধান একক ইচ্ছার মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তাই বর্তমান সঙ্কটের জন্য দায়ী সরকার প্রধান। আর এর সমাধানও তাকেই করতে হবে।’

(দ্য রিপোর্ট/সাআ/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর