thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ, আটক ২০

২০১৩ ডিসেম্বর ৩০ ০৩:০২:২৬
চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ, আটক ২০

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে রবিবার রাত ৮টার দিকে পুলিশ সুপার কার্যালয়, বিমান অফিস, মেডিকেল কলেজ ও আঞ্চলিক পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কার্যালয় লক্ষ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে।

তিনি আরও বলেন, ‘কয়েকজন যুবক মটরসাইকেলে এসে ষোলশহর দুই নম্বর গেটের কাছে বাংলাদেশ বিমানের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ছাড়া মেডিকেল কলেজের সামনে রবিবার রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।’

এ সব ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ও এর আশপাশের এলাকা থেকে অ্যাম্বুলেন্স চালকসহ ২০ জনকে আটক করে পুলিশ।

এদিকে ‘বিনা কারণে’ চালকদের আটকের প্রতিবাদে রাত ১১টা থেকে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ করে দিয়েছে অন্য চালকরা।

এ বিষয়ে চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স চালক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন দ্য রিপোর্টকে বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ ৫ জন চালককে আটক করেছে। আটক চালকদের মুক্তির দাবিতে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ রাখা হয়েছে।’

অবশ্য পাঁচলাইশ থানার ভারপাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক দ্য রিপোর্টকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের পর জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করা হয়েছে। নির্দোষ কেউ আটক হয়ে থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর