thereport24.com
ঢাকা, শুক্রবার, ৮ আগস্ট 25, ২৪ শ্রাবণ ১৪৩২,  ১৩ সফর 1447

সদরঘাটে লঞ্চ নেই, ভোগান্তিতে যাত্রীরা

২০১৩ ডিসেম্বর ৩০ ১০:০৭:৫২
সদরঘাটে লঞ্চ নেই, ভোগান্তিতে যাত্রীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির দ্বিতীয়দিন সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ঘাটে ভেড়েনি কোনো লঞ্চ। এ জন্য যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভোর থেকে যাত্রীরা এসে লঞ্চের জন্য অপেক্ষা করলেও কোনো লঞ্চ চলাচল করবে কি না সে ব্যাপারে তারা আশংকার মধ্যে আছেন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যাও বাড়তে দেখা গেছে।

সকালে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনালের জেটিতে গিয়ে দেখা গেছে, কয়েকশ যাত্রী নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চের অপেক্ষায় রয়েছেন। কিন্তু সকালে থেকে কোন লঞ্চ আসছে না। তবে নদীর দুই ধার থেকেই ২/১টি নৌকা পারাপার করছে।

পুরান ঢাকার অধিবাসী ফারুক হোসেন চাঁদপুর যেতে চান। লঞ্চ আসছে না দেখে আশাহত হয়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে বললেন, দুই রাজনৈতিক দলের টানাটানি আমরা সাধারণ মানুষ কষ্ট ভোগ করছি। আজ তো আবার বিরোধী দল কর্মসূচি দিয়েছে।

চাঁদপুরগামী অপর এক যাত্রী বলেন, গ্রামের মানুষ ঢাকা এলে সমস্যা হবে ঠিক আছে। ঢাকা ছেড়ে যেতে তো কোন সমস্যা দেখছি না।

সদর ঘাট লঞ্চ মালিক সমিতির হিসাবরক্ষক হান্নান খান জানান, সকালে কোন লঞ্চ ছাড়ার সম্ভবনা নেই। কারণ কোন লঞ্চ রাতে ঘাটে এসে ভিড়তে পারেনি।

(দ্য রিপোর্ট/এএইচএস/এমডি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর