thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

প্রেস ক্লাবের সামনে থেকে ৩ জন আটক

২০১৩ ডিসেম্বর ৩০ ১১:৪৮:৫৮
প্রেস ক্লাবের সামনে থেকে ৩ জন আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তিন জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, রবিউল ইসলাম (৩০)। তিনি নিজেকে গাড়ির ড্রাইভার দাবি করে আইডি কার্ড সাংবাদিকদের দেখান। অপরজন হলেন পলাশ মিয়া (২০) তিনি নিজেকে একটি বেসরকারি ইউনিভারর্সিটির শিক্ষার্থী দাবি করেন। অপর দিকে কদম ফোয়ারার সামনে থেকে শাহীন (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

শাহবাগ থানার টহলরত পরিদর্শক আবদুল জলিল জানান, প্রেস ক্লাবের সামনে গোলাগুলি করার সময় সন্দেজনকভাবে তাদের আটক করা হয়।

পরে পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। এ রিপোর্টটি লেখার সময় পর্যন্ত সেখানে গ্রেফতার অভিযান চলছিল।

(দ্য রিপোর্ট/সাআ/এফএস/ এমডি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর