thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

খালেদার বাসার সামনে থেকে সাংবাদিকদের সরে যাওয়ার অনুরোধ

২০১৩ ডিসেম্বর ৩০ ১২:৫২:০৯
খালেদার বাসার সামনে থেকে সাংবাদিকদের সরে যাওয়ার অনুরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে সাংবাদিকদের সরে যেতে অনুরোধ করেছেন গুলশান জোনের ডিসি চৌধুরী লুৎফুল কবির।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে তিনি সাংবাদিকদের সরে যেতে বলেন।

চৌধুরী লুৎফুল কবির বলেন, ‘এ সিদ্ধান্ত উপর থেকে এসেছে। কোনো মতেই বাসার সামনে আপনাদের থাকতে দেওয়া যাবে না। আপনাদের সরে যেতে হবে।’

কেন থাকা যাবে না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঝুঁকিমুক্ত করার প্রয়াস হিসেবে এবং নিরাপত্তার কারণেই। আপনাদের নিরাপত্তার কারণে আপনাদের সরে যেতে হবে।’

খালেদা জিয়ার বাসার পূর্ব পাশে অবস্থানরত সাংবাদিকদের এরইমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে।

বাসার দুই পাশে বালুভর্তি ট্রাকের ব্যারিকেটের পাশাপাশি র‌্যাবের সশস্ত্র অবস্থান দেখা গেছে। এছাড়া ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে কোনো মুহূর্তে বাসা থেকে বের হতে পারেন বলে জানা গেছে।

এর আগে রবিবার বিকেলে খালেদা জিয়া কর্মসূচিতে যোগদানের জন্য বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশি বাধার মুখে তিনি বের হতে পারেননি। সে সময় গেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ যেতে না পারলেও কাল যাব, না হলে পরশু যাব। কর্মসূচি অব্যাহত থাকবে।’

গত দুই দিনের মতোই সোমবারও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান করছে। বাসার মূল ফটকের সামনেই নারী পুলিশের সর্তক অবস্থান দেখা যায়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/লতিফ/ডিসেম্বর ৩০,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর