thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

প্রেস ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণে কলেজছাত্র আহত

২০১৩ ডিসেম্বর ৩০ ১৮:৪০:৫৫
প্রেস ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণে কলেজছাত্র আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রেস ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণে এক কলেজছাত্র আহত হয়েছেন। তার নাম রাজীব হোসেন (১৮)। সে নারায়ণগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাসা নারায়ণগঞ্জের পঞ্চবটিতে।

আহত রাজীব হোসেন জানান, সার্জিক্যাল যন্ত্রপাতি কিনতে ঢাকায় এসেছিলেন তিনি। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রেস ক্লাবের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তার ডান পায়ের হাঁটুর নিচে স্প্লিন্টার বিদ্ধ হয়। তখন তার সঙ্গে বন্ধু হাসান ছিলেন।

শাহবাগ থানার উপপরিদর্শক এমএ আনসার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনিঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর