thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মুশফিকের বাগদান

২০১৩ অক্টোবর ২৮ ০৯:২৪:০০
মুশফিকের বাগদান

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জাতীয় দলের অধিনায়ক এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিম এবার বিয়ের স্থায়ী ইনিংস শুরু করতে যাচ্ছেন। শনিবার ঢাকায় বাগদান সম্পন্ন করেছেন তিনি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি।

এই খবর নিশ্চিত করে মুশফিকের বাবা আলহাজ মাহবুব হাবিব তারা সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাতে কনের বাবার রামপুরার বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কনে দেখা পর্ব শেষেই আংটি বদল সম্পন্ন হয়। কনের নাম জান্নাতুল ফেরদৌস মন্ডি। তিনি সম্মান দ্বিতীয় বষের্র ছাত্রী। তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার চেয়েও বড় পরিচয় হচ্ছে, মন্ডি জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের আপন শ্যালিকা। অর্থাত্ জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক এবার ভায়রা ভাই হিসেবে আত্নীয়তার সূত্রে আবদ্ধ হচ্ছেন।

মুশফিকের বাবা আরো জানান, মুশফিকের মামা, চাচারাসহ পরিবারের সবাই আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখতে যান। আংটি বদল শেষে দুই পরিবারের মধ্যে সিদ্ধান্ত হয়, আগামী এক বছরের মধ্যে বধূ ঘরে তুলে নেবেন মুশফিক।

মুশফিকের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর