thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সিলেটে গাড়ি ভাঙচুর, জামায়াত নেতাসহ আটক ৫

২০১৩ ডিসেম্বর ৩১ ০৩:০১:৪৬
সিলেটে গাড়ি ভাঙচুর, জামায়াত নেতাসহ আটক ৫

সিলেট অফিস : সিলেটে পৃথক স্থানে প্রাইভেট কার ও দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে নগরীর মিরাবাজার ও শহরতলীর বলাউড়ায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে টুকেরবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বদরুল আলমসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টায় নগরীর মিরাবাজারের দাদাপীর মোকামের পাশে একটি প্রাইভেট কার ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই চলে যায় দুর্বৃত্তরা।

এদিকে রাত সাড়ে ৮টায় শহরতলীর টুকের বাজার এলাকার বলাউড়ায় দুইটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ টুকেরবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বদরুল আলমসহ ৫ জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে অন্য আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দ্য রিপোর্টকে ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ূব।

(দ্য রিপোর্ট/এমজেসি/জেএম/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর