thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১,  ১৩ রবিউল আউয়াল 1446

৩০ স্কাউট চেয়ে ইসির চিঠি

২০১৩ ডিসেম্বর ৩১ ১১:০৭:৫২
৩০ স্কাউট চেয়ে ইসির চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করার জন্য ৩০ জন স্কাউট সদস্য চেয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রধান জাতীয় স্কাউট কমিশনার বরাবর দুই-এক দিনের মধ্যে চিঠি পাঠাবেন।

চিঠিতে লেখা হয়েছে, ৫ জানুয়ারি নির্বাচনের ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্রের জন্য ৩০ জন স্কাউট সদস্য প্রয়োজন। যাতে নির্বাচনী ফলাফল সহজেই সংগ্রহ ও পরিবেশন করা যায়।

চিঠিতে আরো লেখা হয়েছে, এ সব স্কাউট সদস্যকে বিকাল ৩টা থেকে ফলাফল গ্রহণ ও পরিবেশন শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। শুধু নির্বাচনের দিনই তাদের দায়িত্ব পালন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিটি দুই-এক দিনের মধ্যেই বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এমএস/এমসি/এমডি/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর