thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১,  ১৩ রবিউল আউয়াল 1446

দেলোয়ারসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৩ ডিসেম্বর ৩১ ১১:২৪:৫৮
দেলোয়ারসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দ্য রিপোর্ট প্রতিবেদক : তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ১৩ আসামির অভিযোগ আমলে নিয়েছে আদালত। মঙ্গলবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ নরহত্যার অভিযোগে দাখিল করা মামলায় অভিযোগ আমলে নেন।

একই সঙ্গে এ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা আক্তারসহ পালাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গ্রেফতারি পরোয়ানা তালিম সংক্রান্ত প্রতিবেদন ২৫ ফেব্রয়ারী আদালতে দাখিল করার জন্য আদেশ দেওয়া হয়েছে।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন শ্রমিক পুড়ে মারা যান। এ ঘটনায় আহত হন দুই শতাধিক শ্রমিক।

এ ঘটনার এক বছর এক মাস পর গত ২২ ডিসেম্বর দেলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। যাতে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়।

(দ্য রিপোর্ট/জেআ/এফএস/এমডি/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর