thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

উত্তরায় শিশুর মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ৩১ ১২:০৯:৩৪
উত্তরায় শিশুর মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরায় শিশুর জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া রশিদিয়া বালুর মাঠে বস্তির পরিত্যক্ত ঘর থেকে সোমবার রাত ১০টায় মৃতদেহ উদ্ধার করা হয়।

শিশুর নাম রোজিনা আক্তার (৭)। তার বাবার নাম কহিল উদ্দিন। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলংগায়।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান ফকির বলেন, ‘রোজিনার চাচা আশরাফউদ্দিন পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

উপ-পরিদর্শক চাচা আশরাফউদ্দিনের বরাত দিয়ে জানান, দুপুরের দিকে সুমন নামে একটি ছেলে রোজিনাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর